আমার বাবাই সর্বশ্রেষ্ট বাবা

লিখেছেন লিখেছেন মহসিন মাসরুর ১৬ জুন, ২০১৩, ১০:১১:৩১ রাত

আমি সাধারনত আমার আব্বুর সাথে প্রতিদিন রাত ১০ টা পরে কথা বলি। ফোন অবশ্য আমি দিতে হয়না, আব্বুই প্রতিদিন দিয়ে দেন। ফোন দিয়ে প্রতিদিনের কমন প্রশ্ন হচ্ছে 'ভালো আছো তো? ভাত খাইছো? কি দিয়ে খাইছো? বাড়িতে আসবা কবে?'

প্রতিদিনই এসকল বিরক্তির প্রশ্নের উত্তর দিতে হয়। কোনদিন যদি ব্যস্ততার কারনে আব্বুর ফোনের আগে আমি খেতে না পারি তবে তো মহাজালা! 'এখনো খাছনি ক্যান? কবে খাইবি? এত দেরি কেন?' মিথ্যে উত্তর দিয়ে এসকল কঠিন প্রশ্ন পার হতে হয়। খাবার প্রসঙ্গে আমি যত ব্যস্ততার ওজুহাত দেখাইনা কেন, বাবার একটা কথা 'আগে খাওয়া পরে কাজ। আর তোর কাজই বা কী?'

বাবাদিবস উপলক্ষে আজ সিদ্ধান্ত নিলাম যে অন্তত আজ 'আমি' বাবাকে ফোন দিব। একটু আগে এই উদ্দেশ্যে ফোন হাতে নিতেই বাবার ফোন! রিসিভ করার সাথে সাথে সেইসকল বিরক্তিকর প্রশ্নের শুরু।

আসলে বাবারা এমন হয় কেন?

এই প্রশ্নের উত্তর সেদিন 'কিছুটা' বুঝতে পারব যেদিন আমিও বাবা হব। তবে আমি বিশ্বাস করি, আমি কখনো আমার বাবার মত আমার সন্তানদের প্রতি আন্তরিক হতে পারব না। কারন আমার বাবাই পৃথিবীর সর্বশ্রেষ্ট হও।

বাবা অন্তত আমাকে বাঁচিয়ে রাখার জন্য তুমি অনেক দীর্ঘজীবি হও।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File